কে এই এস.এম.আল-আমিন?? - SAY ALWAYS TRUTH

Breaking

Thursday, 19 October 2023

কে এই এস.এম.আল-আমিন??

মাত্র ১৮ বছর বয়সে ইউটিউব চ্যানেলে ২লক্ষ ৭০ হাজার সাবস্ক্রাইব অর্জন করে এই তরুন খুলে, এই তরুনের নাম আল-আমিন সোশাল মিডিয়ায় সে এস.এম.আল-আমিন নামে পরিচিত । এই এস.এম.আল-আমিন একজন কনটেন্ট ক্রিয়েটর।  আর তার চ্যানেলের নাম "কষ্টের পৃথিবী" এছাড়াও এই তরুন ছেলেটির রয়েছে ২ টা ডাইনামিক ব্লগপোস্ট ওয়েবসাইট। গুগলে  গিয়ে smalamin001 লিখে সার্চ করলে তার ব্যাপারে আরও অকেন কিছু জানা যায় ।

০১/০১/২০০৫ সালে আলাওলপুরের সরদার পরিবারে জন্ম হয় আল-আমিন এর। বাবা-মায়ের একমাত্র ছেলে সে। এই তরুনের জন্ম বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। তার বাবার নাম মোঃকামাল হোসেন এবং মায়ের নাম সাথী বেগম। তার ছোট ২ জন বোন রয়েছে। একজনের সুমাইয়া আর অপর জনের নাম সায়মা। 

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ এ সে শরীয়তপুর জেলার হয়ে ঢাকা বিভাগে সিনিয়র পর্যায়ে বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে ৩য় স্থান অধিকার করে। এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে বিশেষ ৩য় স্থান অধিকার করে।

 

No comments:

Post a Comment